লাদাখে আপাতত সাফল্য, পিছু হঠল চিনা সেনা

Loading

লাদাখে আপাতত সাফল্য, পিছু হঠল চিনা সেনা

নয়াদিল্লি: গত কিছুদিন ধরে ক্রমাগত চলছিল ভারত ও চীন সংঘর্ষ। একাধিক বৈঠকেও মেলেনি কোন সুরাহা।অবশেষে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উদ্যোগে দীর্ঘ আলোচনার পর দুই কিলোমিটার পিছু হটতে রাজি হলো চীনের লাল ফৌজ। সামরিক ভাষায় একে বলা হয় ‘ ডিস এনগেজমেন্ট ‘।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সূত্রের মাধ্যমে জানা গেছে রবিবার ভারত চীন সীমান্তের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে অজিত ডোভাল টানা দুই ঘন্টা ভিডিও কলে কথা বলেন। এবং আলোচনার মাধ্যমে স্থিতাবস্থা শান্তি ফেরাতে সম্মতি জানায় দু’পক্ষই।

এরপরে সরে আসে ভারতীয় জওয়ানরা এবং পিছু হটে চিন সেনাও। এবং সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্তে শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কাজই করবে না কোনো পক্ষই।

গত মে মাসে পূর্ব লাদাখের সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনা পৌঁছে একাধিক বৈঠক এমনকি কমান্ডারের বৈঠকের পরও সেনা সরিয়ে নেয়নি চীন। তবে ডিস এনগেজমেন্ট প্রক্রিয়ায় সম্মতি জানিয়ে অজিত ডোভাল এর বৈঠকে শান্তি ও স্থিতি বজায় রেখেছে দুই পক্ষই এবং কেটে গেছে সাম্প্রতিক কালিন জট।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: