হুগলি: চুঁচুড়া পৌরসভা নিয়োগ নিয়ে বিক্ষোভ। শেষে চাপে পড়ে নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।
চুঁচুড়া পৌরসভা মজদুর এবং পিয়ন পদে নিয়োগ করা হবে বলে বছরের গোড়ার দিকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছিল ১লা মার্চ।চারদিনের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং প্রার্থী নিয়োগের প্যানেল বার করে দেয়া হয় যেখানে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র মালাকার এর নাম রয়েছে।
শোনা যায় শাসকদল ঘনিষ্ঠ আরো বেশ কয়েকজনের নাম রয়েছে ওই তালিকায় এরপরে শুরু হতে থাকে বিক্ষোভ। বিজেপি সিপিএম কর্মী সমর্থকরা সেখানে এসে শুরু করে বিক্ষোভ।
যদিও চুঁচুড়ার বিধায়ক দাবি করেন কোনরকম দুর্নীতি হয়নি। তিনি বলেন যদি কারোর কোনো রকম অভিযোগ থাকে তাহলে তারা অবশ্যই হাইকোর্টে যেতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন।
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন রাজ্যের অন্য পুরসভাগুলোর নিয়োগেও রয়েছে দুর্নীতি। দুর্নীতি রুখতে প্রশাসক বসানোর কথা হয়েছে অধিকাংশ পুরসভায়।