দিল্লি : লকডাউনের শুরু থেকেই বন্ধ দেশের প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স । কবে খুলবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না । তবে সূত্রের খবর আনলক ফেজ ৩ অর্থাৎ অগাস্ট মাস থেকে খুলতে পারে দেশের বেশ কয়েকটি সিনেমা হল ।
ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি প্রস্তাব পেশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক । কিন্তু এই প্রস্তাবে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বেশ কয়েকটি নিয়ম উল্লেখ করা হয়েছে , যা নিয়ে আবার হল মালিক এবং মাল্টিপ্লেক্স কর্তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছে ।
সূত্রের খবর , গত শুক্রবারই সিআইআই মিডিয়া কমিটির সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রকের একটি বিশেষ বৈঠক হয়েছে । তবে এখনও পুরোপুরি সিদ্ধান্ত হয়নি যে সিনেমা হল আদৌ খুলবে কিনা, তবে সিনেমা হল যে খুলতে পারে এমন জল্পনা চলছেই।