নয়াদিল্লি: দেশ্র প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে রীতিমতো ত্রাস হয়ে পড়েছে করোনা ভাইরাস। কিন্তু এরই মধ্যে স্বাভাবিক ছন্দে লাল চিন।
২০ জুলাই থেকে চিনে খুলছে সিনেমা হল। প্রত্যেক হলের ৩০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। সকলের মধ্যে কমপক্ষে ৩ ফুটের দূরত্ব বাধ্যতামূলক। সকলকে পরতে হবে মাস্ক। তবেই মিলবে প্রবেশের অনুমতি।
মার্কিন প্রেসিডেন্ট বারবার বেজিংকে আক্রমণ করেছেন করোনা ছড়ানোর দায়ে। এমনকি “উহান ভাইরাস” বলে কটাক্ষ করতে ছাড়েননি। হোয়াইট হাউস বারবার ভাইরাস ছড়ানোর দায়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে জিনপিং প্রশাসনকে।