জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ, জখম ৬
মালদা: জমি সংক্রান্ত বিবাদে দুই প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ ঘটনায় গুরুতর জখম মহিলা পুরুষ মিলিয়ে ৬ জন। আহতরা প্রত্যেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে মালদহ চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।
জানা যায়, খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকার মুসরত আলি নিজ পৈত্রিক সম্পত্তি উপরে একটি বাড়ি করছিলেন। ওই সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে প্রতিবেশী আলেক আলী ও তার পরিবারের সদস্যরা।
দীর্ঘ দিন ধরেই তারা ওই সম্পত্তির উপর জবর দখল করার চেষ্টা করছে। এনিয়ে এর আগেও একটি সংঘর্ষ হয় তা নিয়েও থানায় একটি অভিযোগ করেছিলেন মুসরত আলি।
এদিনও আবার জমি দখলের চেষ্টা করে প্রতিবেশী আলেক আলী ও তার পরিবারের লোকজন বলে অভিযোগ। দখল করতে এলে বাঁধা দেয় মুসরত আলি ও তার পরিবারের সদস্যরা। বাঁধা দিতেই তাদের উপর বাঁশ লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় আলেক আলী ও তার পরিবারের লোকেরা বলে অভিযোগ।
এরপর ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মুসরত আলি সহ পরিবারের ৬ জন সদস্য গুরুতর ভাবে জখম হয়। তাদের প্রত্যেককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানে তারা চিকিৎসাধিন।
এই ঘটনায় চাঁচল থানায় আলেক আলী সহ বেশ কযেক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন আক্রান্তের পরিবার। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।