নয়াদিল্লি: সংঘর্ষের খবর এবার চিন ভারত সীমান্তে। লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চিনের সেনাবাহিনী মুখোমুখি হয়। সংঘর্ষে এক অফিসার ও দুই ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে চিনের দাবি, তাঁদেরও ৫ জন জওয়ান মারা গিয়েছে।
চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে যে, ভারত যেন দ্রুত কোনও সিদ্ধান্ত না নেয়। তাতে পরিস্থিতি জটিল হতে পারে।
সেনা সূত্রের দাবি করা হয়েছে, কোনও গুলি চলেনি। খালি হাতে লড়াই করেই প্রাণ গিয়েছে ভারতীয় অফিসার ও জওয়ানদের।
পরিস্থিতি স্বাভাবিক করতে দু দেশের শীর্ষ সেনা আধিকারিকরা বৈঠক করছেন। গোটা পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।