8th pass job west Bengal: রাজ্যে চাকরির জন্য বড় সুখবর এসেছে। অনেকদিন পর রাজ্য সরকার ‘কর্মবন্ধু’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য বিভিন্ন পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক নিজের এলাকার শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। এখানে কর্মবন্ধু, রাঁধুনী, হেল্পার, দারোয়ান প্রভৃতি পদে কর্মী নেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া, বয়সসীমা, বেতন সহ সব তথ্য নিচে দেওয়া হল।
### গুরুত্বপূর্ণ তথ্য:
**Employment No.**— 1358/Avd./BCW/Msd.
**১. পদের নাম— কর্মবন্ধু (Karmabandhu)**
শিক্ষাগত যোগ্যতা— অন্তত অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন— ৩০০০ টাকা।
**২. পদের নাম— দারোয়ান (Darwan)**
শিক্ষাগত যোগ্যতা— ফিজিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।
মাসিক বেতন— ৬০০০ টাকা।
**৩. পদের নাম— হেল্পার (Helper)**
শিক্ষাগত যোগ্যতা— রান্না সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন— ৫০০০ টাকা।
**৪. পদের নাম— কেয়ারটেকার/ম্যাট্রন (Caretaker, Matron)**
শিক্ষাগত যোগ্যতা— মাধ্যমিক পাশ হতে হবে।
মাসিক বেতন— ৯০০০ টাকা।
**৫. পদের নাম— রাঁধুনী (Cook)**
শিক্ষাগত যোগ্যতা— রান্না ও সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন— ৭০০০ টাকা।
**৬. পদের নাম— সুপারিনটেনডেন্ট (Superintendent)**
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
মাসিক বেতন— ১৫,০০০ টাকা।
### মোট শূন্যপদ ও বয়সসীমা:
**কর্মবন্ধু:** ২টি পদ, ১৮-৪০ বছর।
**দারোয়ান:** ২টি পদ, ১৮-৪০ বছর।
**হেল্পার:** ২টি পদ, ১৮-৪০ বছর।
**কেয়ারটেকার:** ১টি পদ, ১৮-৪০ বছর।
**ম্যাট্রন:** ১টি পদ, ১৮-৪০ বছর।
**রাঁধুনী:** ২টি পদ, ১৮-৪০ বছর।
**সুপারিনটেনডেন্ট:** ২টি পদ, ১৮-৪০ বছর।
### আবেদন করার পদ্ধতি:
আবেদন করতে হলে অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রটি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ডাউনলোড করতে হবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
**আবেদন জমা দেওয়ার ঠিকানা:
Drop Box, Room No: 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin- 742101
প্রয়োজনীয় নথি:
বয়স, ঠিকানা, ভোটার এবং আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি।
### নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা ১০০ নম্বরের এবং ইন্টারভিউ ২৫ নম্বরের।
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০২৪
অফিসিয়াল নোটিফিকেশন: https://lorai24.com/wp-content/uploads/2024/09/Karmabndhu-Recruitment-Murshidabad.pdf
অফিসিয়াল ফর্ম : https://lorai24.com/wp-content/uploads/2024/09/Karmabndhu-Recruitment-Murshidabad-Application-Form.pdf