বৃহস্পতিবার শিশু দিবসে পাহাড়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, “আমি প্রচন্ড ভালোবাসি বাচ্চাদের। এই সময় ওদের সঙ্গে থাকলে আমার মন ভালো হয়ে যায়। আমার কাছে ওদের আনন্দ সব থেকে বড়। তাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পাই সেটা আমার কাছে অমূল্য সম্পদ।”
মুখ্যমন্ত্রীকে পাহাড়ে হাঁটতে দেখেই , চলে আসেন মানুষ । চলে আসেন শিশুরাও,শিশুদের হাতে চকলেট তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শিশু দিবসের প্রাক্কালে ওদের জন্য আমার ছোট্ট উপহার।
সোদপুর স্টেশনে দোকানদারদের নয়া ফন্দি, ১ টাকা ২ টাকায় বিক্রি হচ্ছে না কোনও জিনিস
বিভিন্ন স্কুলে শিশুরা এদিন চলে আসেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী জানান, “পন্ডিত জহরলাল নেহেরু শিশু দিবসের জন্য আলাদা করে নিজের সময় বের করে রাখতেন। কারণ সারা বছর এই একটাই দিন যেখানে বাচ্চাদের জন্য সময় কাটানো যায়। আজকে আমি কলকাতার বাইরে আছি, তাই সমস্ত শিশুদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ। ওদের জন্য আমাদের সবাইকে ভাবা উচিত জানালেন তিনি। ওরাই আগামী দিনে সুন্দর পৃথিবী তৈরি করবে, ওরাই পারবে সমাজকে সুন্দরভাবে তৈরি করে আনতে। শিশুদের যা শেখাবেন ওরা তাই বুঝবে এবং শিখবে, তাই আমি মনে করি আজ শিশু দিবসের দিন শুধুমাত্র ওদের জন্যই আমাদের তৈরি হওয়া উচিত।”