মঙ্গলবার, নৈহাটির বিখ্যাত বড়মা মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে, নৈহাটিতে বড়মা মন্দিরের সংলগ্ন ফেরিঘাটের নামকরণ করা হবে ‘বড়মা ঘাট’ এবং এই ঘাট সংস্কারের জন্য স্থানীয় সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে।
এছাড়াও, তিনি জানান যে, নৈহাটি ও ভাটপাড়ায় দুটি হাসপাতালে ভর্তি ওপিডি পরিষেবা শুরু করার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে, বিধায়ক রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম, পুলিশ সুপার অলোক রাজারিয়া, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং অন্যান্যরা।
কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন।
সাড়ে তিনটে নাগাদ বড়মা মন্দিরে পৌঁছে মুখ্যমন্ত্রী শাড়ি, ফুল, নাড়ু এবং মিষ্টি দিয়ে দেবীর পুজো দেন। মন্দির চত্বর ঘুরে দেখার পর পুরোহিত এবং মন্দিরের পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই এলাকার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন।