নির্যাতিতা চিকিসৎকের বাড়ি গিয়ে তার বাবা মা এর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত সোমবার দুপুরে
আর জি কর হাসপাতালে মৃত চিকিত্সকের সোদপুরের বাড়িতে গিয়ে তার বাবা মা এর সঙ্গে দেখা করে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি তাদের সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “আমি মৃতার পরিবারের সাথে দেখা করলাম। আমি ওনাদের বলেছি যদি তাদের কেন্দ্রীয় কোন এজেন্সির তদন্তের প্রয়োজন আছে মনে হয় তাহলে তারা বলতে পারেন আমাদের সেক্ষেত্রে কোন অসুবিধা নেই। তবে আমাদের কলকাতার পুলিশ দেশের মধ্যে অন্যতম ভালো পুলিশ সংস্থা। অনেক নিরাপত্তা থাকা সত্বেও এই ঘটনা কি ভাবে হলো সেটা আমি বুঝতে পারছি না। তবে ওনার বাবা মা বলছেন তাদের মেয়ের মৃত্যুর পেছনে হাসপাতালের ভেতরের আরো কেউ জড়িত আছে। আমরা বলেছি ওনাদের যার ওপর সন্দেহ হচ্ছে সেটা ওনার বলবেন পুলিশ তাদের সকলকে দেখে জিজ্ঞাসাবাদ করবে।”
পাশাপাশি তিনি বলেন,” আসল দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য এই কেস ফরেনসিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সকলকে সামিল করা হয়েছে। আর হাসপাতালের চেষ্ট ডিপার্টমেন্টের প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে।”
রবিবার পর্যন্ত এই কেসের সম্পূর্ন তথ্য সামনে না এলে এই কেস রাজ্য আর রাখব না সিবিআই কে দিয়ে দেওয়ার কথাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্যাতিতার বাড়ি আসেন ডিজি বিনীত গয়েল। তিনিও এদিন বলেন” তদন্ত চলছে। যদি নির্যাতিতার বাবা মা চান তাহলে অন্য কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে পারে তাতে কলকাতা পুলিশের অসুবিধা নেই। সেই সঙ্গে তারা কারুর প্রতি সন্দেহ প্রকাশ করলে সেটাও তদন্ত করা হবে।”