কলকাতা: করোনার বাড়বড়ন্তের কথা মাথায় রেখে রাজ্য সরকার আবারও একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল। রাজ্য সরকার আজ অর্থ্যাৎ সোমবার জানায়, করোনা মহামারীর মধ্যে রোগীদের হাসপাতালে আসতে সমস্যা হচ্ছে। তাই সেই সমস্যার হাল ফেরাতে রাজ্যে ১ জুলাই থেকে চালু হচ্ছে টেলি-মেডিসিন পরিষেবা।
যার মাধ্যমে বাড়িতে বসেই যে কেউই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এছাড়াও খুব শীঘ্রই এই পরিষেবা রাজ্যে জেলা ভিত্তিকও শুরু হয়ে যাবে বলেও জানানো হয় মুখ্যমন্ত্রীর তরফে।
উল্লেখ্য, রাজ্যের করোনা সংক্রমণ যেভাবে একেরপর এক রেকর্ড ভেঙে বেড়ে চলেছে , তাতে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারও হিমশিম খাচ্ছে। তবে রাজ্য সরকারের তরফেও কোনো গাফিলতি রাখা হচ্ছে না। একের পর এক এমন তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয় হচ্ছে।