এবার ধেয়ে আসছে ধূমকেতু, দেখা যাবে খালি চোখেই

Loading

নয়াদিল্লি: কদিন আগেই গিয়েছে সূর্যগ্রহণ। স্বচক্ষে মানুষ তা দেখেওছে। এবার হাজির ধূমকেতু। আগামী বুধবার থেকে দেখা যাবে এই ধূমকেতুকে।

C/2020 F3 বা নিওওয়াস নামে এই ধূমকেতুটি আবিষ্কার হয়েছে মার্চ মাসে। এটি এবার যাওয়ার পর ফের ফিরবে ৬,৮০০ বছর পর। ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে একে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আগামী ২২ জুলাই পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে C/2020 F3 NEOWISE। তার আগে এই ধূমকেতুর ঔজ্জ্বল্য সব থেকে বেশি থাকবে।

যদি আকাশে মেঘ না থাকে, তবে বিকেলে সূর্যাস্তের সময় দেখা মিলতে পারে এই অচেনা অতিথির। তবে এই ধূমকেতু নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: