চিন ভারত সংঘর্ষে বাংলার দুই শহিদ জওয়ানের পরিবাররকে ৫ লাখ টাকার ক্ষতিপূরণ

Loading

কলকাতা: করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। এরই মাঝে রাজ্য আরও একটি বিপর্যয় আমফানের মুখে পড়েছিল। যারও মোকাবিলা করতে তৎপর রাজ্য সরকার। ঠিক এমন সংকটজনক পরিস্থিতিতে ইন্দো-চায়না সীমান্ত সংঘর্ষে নিহত হয় দুই বাঙালি জওয়ানও। এবার তাদের পরিবারকে সাহায্যার্থে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মৃত দুই বাঙালী জাওয়ান হলেন রাজেশ ওঁরাও ও বিপুল রায়। একজন বীরভূম এলাকার মহম্মদ বাজার থানার ভূতুড়া গ্রাম পঞ্চায়েতের বেলগাড়িযা গ্রামের বাসিন্দা রাজেশ ওঁরাও এবং অন্যজন আলিপুরদুয়ারের দুই নম্বর ব্লকের বিন্দিপাড়ার বাসিন্দা বিপুল রায়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ট্যুইটে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, ‘গলওয়ান ভ্যালিতে যাঁরা শহিদ হয়েছেন, সেই সাহসি সন্তানদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি সেই শহিদদের মধ্যে আমাদের বাংলারও দুই সন্তান রয়েছে।’

তারই সাথে মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘যে আত্মত্যাগ তাঁরা করেছেন, তার কোনও ক্ষতিপূরণ হয় না। আমরা শুধু আমাদের মাটির দুই সন্তানের পরিবারের কঠিন সময়ে একটু পাশে দাঁড়াতে চাই। প্রতি পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর পরিবারের একজনকে সরকারি চাকরির ঘোষণা করা হল তাই।’

Author

Share Please

Make your comment

%d bloggers like this: