মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য অভিনন্দন দেশ’, মন্তব্য রিয়া চক্রবর্তীর বাবার
মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে মাদক যোগ পায় সিবিআই। আর সেই যোগ সূত্র অনুসারেই আলাদা করে তদন্ত শুরু করে ইডি এবং নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে।
শুক্রবার সাত সকালে রিয়া ও শৌভিকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নার্কোটিকস কনট্রোল ব্যুরোর আধিকারিকরা। অবশেষে গ্রেফতার করা হয় শৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাকে। শনিবার তাঁদের আদালতে তোলা হয়।
এরপর শনিবার দিনভর জেরা করা হয় সুশান্তের বাড়ির রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে। দীর্ঘ জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করে NCB। রবিবার বেলা ১১ টায় তাঁকে আদালতে তোলা হবে। এদিন সকাল থেকেই মুখোমুখি বসিয়ে জেরা করার কথা রয়েছে রিয়া চক্রবর্তী এবং শৌভিককে।
সুশান্তের বাবা রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর করার পর বেশ কয়েকবার তদন্তকারীরা ডেকে পাঠিয়েছে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকেও। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ফোন। তবে ছেলে শৌভিককে গ্রেফতারের পর প্রথম মুখ খুললেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী।
তিনি লেখেন, ‘অভিনন্দন দেশ। আমার ২৪ বছরের ছেলে গ্রেফতার হল। আমি নিশ্চিত এরপর নিশ্চয় আমার মেয়েকে গ্রেফতার করা হবে। জানিনা আমার মেয়ের পর পরিবারের কাকে গ্রেফতার করা হবে। নিশ্চয় কেউ থাকবে। একটা মধ্যবিত্ত পরিবারকে কীভাবে ধ্বংস করে দিতে হয় আপনি চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছেন।
তবে অবশ্যই, ন্যায় বিচারের জন্য সবই খতিয়ে দেখা আবশ্যক।