নিজস্ব প্রতিবেদন: বাজারে এই সবজি আকছার মেলে। দাম কখনও ২ টাকা আবার কখনও ৫ টাকায় এক বাণ্ডিল। দিল্লি বা নয়ডার মতো জায়গায় অনেক সময় অন্য সব্জির সঙ্গে ফ্রী’তে দেওয়া হয় এর কয়েকটা ডান্ডি।
কথা হচ্ছে ধনেপাতা নিয়ে। সস্তায় এর মতো শরীরের জন্য ভালো জিনিস কিন্তু খুব বেশি নেই। একনজরে দেখে নেওয়া যাক ধনেপাতার আশ্চর্য সব গুণ –
১. ধনেপাতার রস টানা এক মাস খেলে যে অর্শ থেকে রক্ত পড়ছে তার উপশম হয়।
২. ধনেপাতা বেঁটে সেই রস পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে ফোঁটা ফোঁটা চোখে সকালে ও সন্ধ্যেবেলা ২ সপ্তাহ দিলে চোখের ব্যাথায় উপকার হয়।
৩. বসন্ত রোগে ধনেপাতার রস ফোঁটা কেটে দিনে ৪ বার চোখে দিলে চোখে বসন্তের গুটি বেরোয় না।
৪. ধনেপাতা চিবিয়ে সেই পাতা দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি দৃঢ় বা মজবুত হয়। দাঁতের ঢিলে মারি শক্ত হয়ে যায় এবং ১ মাস মাজলে রক্তপড়া বন্ধ হয়।