ফের নক্ষত্র পতন সিনেমা জগতে, আত্মঘাতী হলেন নবীন এই তারকা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ফের নক্ষত্র পতন সিনেমা জগতে, আত্মঘাতী হলেন নবীন এই তারকা

কর্ণাটক: ফের সিনেমা জগতে এক নবীন তারকা চির বিদায় নিলেন। সুশান্ত সিং রাজপুতের আত্মঘাতী হওয়ার শোক থেকে এখনও বেড়োতে পারেনি অনেকে। এর মধ্যেই আত্মহত্যা করলেন এক দক্ষিণ ভারতীয় জনপ্রিয় নবীন অভিনেতা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বুধবার আত্মহত্যা করলেন কন্নড় অভিনেতা সুশীল গৌড়া। কর্ণাটকের মান্ডিয়ায় নিজের বাড়িতেই তিনি আত্মঘাতী হন বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

তাঁর প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই ঠিক কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তারকা, তা স্পষ্ট করে জানা যায়নি এখনও। তাঁর মৃত্যুতে শোকাহত তাঁর ভক্ত ও সহকর্মীরা।

অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশী গৌড়া। তাঁর সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠাণ্ডা মাথার, মেজাজ হারাত না কোনোদিনই। এত তাড়াতাড়ি ও চলে গেল শুনে আমি মর্মাহত।’

অন্তপুরা সিরিয়ালের পরিচালক অরবিন্দ কৌশিকও সুশীলের মৃত্যুতে ফেসবুক পেজে শোকপ্রকাশ করেছেন। সূত্রের খবর, মঙ্গলবারই আত্মহত্যা করেন সুশীল গৌড়া। অভিনেতা ছাড়াও ফিটনেস ট্রেনার ছিলেন তিনি।

কন্নড় ছবিতে অভিনয় করাই ছিল তাঁর লক্ষ্য। সম্প্রতি একটি ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করেন তিনি। এখনও সেই ছবি মুক্তি পায়নি। ওই ছবিতে মুখ্য চরিত্রে আছেন দক্ষিণী অভিনেতা দুনিয়া বিজয়।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment