কলকাতা: রাজ্যের আকাশে করোনার কালো মেঘ অনেক আগেই ঘনীভূত হতে শুরু করেছিল। এখন সেই পরিস্থিতি হয়ে উঠছে সংকটজনক। একেরপর এক রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। যা এযাবৎ সর্বাধিক। ফলস্বরূপ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,২৪৪। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা জীবাণু অ্যাকটিভ রয়েছে ৫৫৮৭ জনের দেহে।
অন্যদিকে থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৯ বেড়ে দাঁড়াল ৪৫১। যেখানে কাল মৃতের সংখ্যা ছিল ১৭।
তবে স্বস্তির বার্তা গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২১৮। ফলে রাজ্যে এযাবৎ করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ৪,২০৬।
গত ২৪ ঘণ্টায় মোট ৮৭৫৮টি করোনা টেস্ট হয়েছে। সব মিলে এ রাজ্যে টেস্টের সংখ্যাও বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ১৫ হাজার ৬৯৯।