লড়াই ২৪ ডেস্ক: বেশ কয়েকদিন সংক্রমণে দেখা গিয়েছিল ঊর্ধ্বমুখী গ্রাফ। এবার খানিকটা স্বস্তির সময়। লাগাম লেগেছে সংক্রমণে। এদিনের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৮,৮৭০ জন। এই সময়কালের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। অপরদিকে, দৈনিক সংক্রমণের তুলনায় যথেষ্ট বেশি সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮,১৭৮ জন।
বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২,২৮,৫৫০।
পশ্চিমবঙ্গের পরিসংখ্যান: মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭০৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।
Read more………….রাত থেকেই চলছে বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে
টিকাকরণ: করোনামুক্ত দেশ তৈরিতে প্রয়োজন দ্রুত টিকাকরণ। মঙ্গলবার টিকা নিয়েছেন ৫৮.১৩ লক্ষেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৮৭.৬৬ কোটি। পরিসংখ্যান অনুযায়ী বলতে গেলে, বর্তমানে প্রতি ৪ জন ভারতীয়ের মধ্যে ১ জন সম্পূর্ণ টিকাপ্রাপ্ত।