কমলো দৈনিক সংক্রমণ, হ্রাস সক্রিয় রোগীর সংখ্যায়

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Corona Case Update

লড়াই ২৪ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ থেকে অনেকটাই বেরিয়ে এসেছে দেশ। সংক্রমণে পড়েছে লাগাম তবে আসেনি স্থিরতা। ওঠানামা লেগেই রয়েছে দৈনিক সংক্রমণে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। অপরদিকে একদিনে দেশে করোনার বলি হয়েছেন ৪০৩ জন। কমেছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। অপরদিকে করোনার থেকে মুক্ত হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। সংক্রমণে লাগাম টানতে টিকাকরণ কর্মসূচিতে আরও বেশি জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন………….কয়েক কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

দেশ জুড়ে দ্রুত গতিতে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। শনিবার পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ৫৮ কোটি ১৪ লক্ষ ৮৯ হাজার ৩৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫২ লক্ষ ২৩ হাজার ৬১২ জনের। প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যগুলিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণে কেরলে ও মহারাষ্ট্রে বেড়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১০৬ জন। অপরদিকে মহারাষ্ট্রে একদিনে করোনায় কাবু আরও ৪ হাজার ৫৭৫ জন।

এদিকে, ১০-১২ বছরের কিশোর-কিশোরীদের টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। জাইডাস-ক্যাডিলার জাইকভ-ডি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জাইডাসের টিকারই প্রয়োগ হবে ১২-১৮ বছর বয়সীদের৷

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment