Corona Case Update
লড়াই ২৪ ডেস্ক: কমেছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। বৃহস্পতিবারের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৪০১ জন। একদিনে দেশে করোনার বলি আরও ৫৩০ জন।
তবে উদ্বেগ কমেনি দৈনিক সংক্রমণ নিয়ে। বেশ ওঠা নামা করছে দৈনিক সংক্রমণ। এদিনও সংক্রমিত হয়েছে ৩৬ হাজার মানুষ। ইতিমধ্যে আবার উদ্বেগ বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪২৭ জন। অপরদিকে মহারাষ্ট্রে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছে ৫ হাজার ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছে ৩৯ হাজার ১৫৭ জন।
আরও পড়ুন…………
বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩কোটি ২৩ লক্ষ। করোনা মুক্ত হয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৮০ জন। দেশে করনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৬৪ হাজার ২৯ জন। বুধবার পর্যন্ত ৫৬ কোটি ৬৪ লক্ষ ৮৮ হাজার ৪৩৩ জন করোনার টিকা পেয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় ৫৬ লক্ষ ৩৬ হাজার ৩৩৬ জন করোনার টিকা পেয়েছেন৷
Corona Case Update