লড়াই ২৪ ডেস্ক: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো চিকিৎসক মহল। খানিকটা কমলো করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৯১ জন। অপরদিকে, একদিনে করোনার বলি ৩৩৮ জন।
সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশে আসতে পারে তৃতীয় ঢেউ, এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের। তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা। ইতিমধ্যে তৃতীয় ঢেউয়ের আগেই করোনার এহেন নিম্নগামী সংক্রমণ স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের।
অপরদিকে, বিজয়নের রাজ্যে বেশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৮৭। মৃত্যু হয়েছে ১৮১ জনের। লকডাউন, নাইট কার্ফু সহ লাঘু হয়েছে একাধিক বিধিনিষেধ। তবু নেই সংক্রমণে লাগাম। কিছুদিন আগে বাতিল হয় একাদশের পরিক্ষাও। এই মুহূর্তে দক্ষিণের এই রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪ জন। অপরদিকে, মহারাষ্ট্রেও বেশ ঊর্ধ্বমুখী সংক্রমণ। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৫ জন।
Read more……………….ভিনরাজ্যে গিয়ে দুই বন্ধুর হাতে খুন হল পরিযায়ী শ্রমিক
রবিবার দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ কোটি ৮৪ লক্ষ ৯২১। ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫।