লড়াই ২৪ ডেস্ক: আসন্ন তৃতীয় ঢেউ। আর তারই মধ্যে ওঠানামা করছে দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। যা শুক্রবারের তুলনায় খানিকটা কম হলেও নিশ্চিন্ত হওয়ার কোনো বিষয় দেখতে পাচ্ছে না চিকিৎসক মহল। খানিকটা কমেছে মৃত্যুর সংখ্যা। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩০ জন। অপরদিকে, বেড়েছে সুস্থতার সংখ্যা। এদিন সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৮৫ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ৯০৭ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৬৮১ জন। সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লাখ এক জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জনের।
দেশে বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। এদিকে করোনা মুক্ত ভারত তৈরিতে চলছে জোর কদমে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছে ৫৮ লক্ষ ৮৫ হাজার ৬৮৭ জন। দেশে মোট টিকাকরণের সংখ্যা ৬৭ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ২০৫ জন।
আরও পড়ুন…………..দুয়ারে রেশন প্রকল্প এগিয়ে আরও এক ধাপ, জারি হল গাইডলাইন
দেশের মোট সংক্রমণের অধিকাংশ দেখা দিচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় কেরালায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৩২২জন। কেরালায় এখন দৈনিক সংক্রমণের হার ১৭.৯১ শতাংশ। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে কেরালায় আপাতত ১ সপ্তাহের জন্য স্থগিতাদেশ পড়েছে একাদশের অফলাইন পরীক্ষায়। এদিকে মহারাষ্ট্রেও ঊর্ধবমুখী করোনা সংক্রমণ। এদিনের হিসেব অনুযায়ী, নতুন করে চার হাজার ৩১৩ জন করোনা আক্রান্ত ঠাকরে রাজ্যে। মৃত্যু হয়েছে ৯২ জনের।