Corona Case Update
লড়াই ২৪ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫১,৬৬৭ জন। তবে আক্রান্তের নিরিখে বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৪,৫২৭ জন। তবে সংক্রমণের সঙ্গে সমান তালে এদিন বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৩২৯ জনের।

এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩.১ কোটি। যার মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮। দেশে এতদিনে মোট সুস্থ হয়েছে ২.৯১ কোটিরও বেশি মানুষ। অপরদিকে বর্তমানে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩.৯২ লক্ষ।
আরও পড়ুন…বিমান ছেড়ে ট্রেনের সফরে জন্মভিটেতে যাচ্ছেন রাষ্ট্রপতি
অন্যদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৯২৩ জন। প্রাণ হারিয়েছেন ৪১ জন।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে করোনার মূল মারণ অস্ত্র দ্রুত টিকাকরণ। এদিন দেশে মোট টিকাকরণ হয়েছে ৫৪.০৭ লক্ষ। এখনো পর্যন্ত দেশে টিকা পেয়েছে ৩০.৭২ কোটিরও বেশি মানুষ।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন