corona case update
লড়াই ২৪ ডেস্ক: ১০২ দিন বাদ দেশে অনেকটাই কমলো দৈনিক সংক্রমণ। করোনায় মৃত্যুর সংখ্যাও হাজারের নীচে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া দৈনিক বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ হয়েছে ৩৭ হাজার ৫৬৬ জন। যা গত ১০২ দিন সবচেয়ে কম। গত দিনের তুলনায় অনেকটা কমেছে করোনার সংক্রমণ। এর আগের দিন ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজারের কাছাকাছি। আজ সেই সংখ্যা হ্রাস পেয়েছে ৮ হাজারের সামান্য বেশি। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জনে। একদিনে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৯০৭ জনের।
বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। সেই তুলনায় করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা ৯৬.৮৬ শতাংশ। করোনার বলি হয়েছেন ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন।
আরও পড়ুন…..কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভবনা
করোনা জয়ে মূল ঔষধি টিকাকরণ। গতকাল স্বাস্থ্যমন্ত্রক জানান, টিকাকরণে আমেরিকাকেও ছাপিয়ে গেছে ভারত। কিন্তু এই ১৩০ কোটির এই দেশে আরও দ্রুত টিকাকরণই আনতে পারে করোনা মুক্ত সমাজ। এই কয়েকদিন টিকাকরণের হার নিম্নমুখী। সোমবার টিকাকরণ হয়েছে ১৭ লক্ষ ৬৮ হাজার ৮টি। এতদিনে মোট টিকাকরণ হয়েছে ৪০ কোটি ৮১ লক্ষ ৩৯ হাজার ২৮৭।
corona case update