Corona Case Update
লড়াই ২৪ ডেস্ক: দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। একলাফে খানিকটা বেড়ে গেল সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪১ হাজার ১৯৫ জন। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭জন। সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। তবে বৃহস্পতিবার মৃত্যুর হার খানিকটা কমেছেই বলে জানিয়েছে কেন্দ্র। এদিন মৃত্যু হয়েছে ৪৯০ জনের। মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। দেশে এখনো পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে ঘরে ফিরেছে ৩৯ হাজার ৬৯ জন। বর্তমানে দেশে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন।
ক্রমবর্ধমান কোভিড গ্রাফ দেখে চিন্তিত বিশেষজ্ঞ মহল। অনেকেরই মনে প্রশ্ন জাগছে তাহলে কি শিয়রে তৃতীয় ঢেউ?
পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সেই দিকেই। কর্ণাটকে করোনার কবলে পড়ছে শিশুরা।
আরও পড়ুন………………চাপের মুখে পড়ে ক্ষতিগ্রস্থ হিন্দু মন্দির মেরামতের পথে ইমরান সরকার
তৃতীয় ঢেউকে রুখতে মহৌষধি টিকাকরণ, এমনটাই বলছে ওয়াকিবহল মহল। বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫২ কোটি ৩৬ লক্ষ ৭১ হাজার ১৯ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও চলছে জোর কদমে টিকাকরণ। এদিনের নবান্নের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৯ হাজার ৩০৫ জন টিকা নিয়েছে। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন দু’ লাখ ৯৮ হাজার ৮৫৭ জন এবং সেকেন্ড ডোজ নিয়েছেন ৫০ হাজার ৪৭৮ জন।