Corona Case Updates
দিল্লি: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখা কমে দাঁড়ালো ৬০ হাজারের গন্ডিতে। স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ১৬৪৭ জন। বাঁচার আশ্বাস জোগাচ্ছে করোনা থেকে মুক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে ৯৭ হাজার ৭৪৩ জন।
দেশে আগের থেকে অনেকটা কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। বর্তমানে দেশে মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ১৯ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ভারতকে করোনা মুক্ত করার একমাত্র পথ টিকাকরণ। দেশে এতদিনে মোট টিকাকরণের সংখ্যা ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩।
আর পড়ুন….জম্মু-কাশ্মীর ভিত্তিক সর্বদলীয় বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদী
আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে বাংলা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮৮ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেম ২ হাজার ১১২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২ হাজার ৬৯১ জন। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৭.৩৮ শতাংশ। করোনা আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৮ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৮৭ জন, মৃত্যু হয়েছে ১১ জনের।
Corona Case Updates