জেনেভা :শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানালেন, আগামী কয়েক দশক থাকবে করোনা ভাইরাসের প্রভাব।
তিনি বলেছেন, ‘এই ধরনের মহামারী শতাব্দীতে একবারই হয়। তবে এর প্রভাব পরিলক্ষিত হবে কয়েক দশক ধরে।’শুক্রবার ওই বৈঠকের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের বক্তব্যের উল্লেখ্য করা হয়েছে।
তাঁর বক্তব্য, এই মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সেখানে সংক্রমণ কমছে। যেখানে মানা হচ্ছে না, সেখানে বাড়ছে।