করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা ১৯৫ জন

Loading

করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা ১৯৫ জন

কলকাতা: করোনায় আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের। শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মাঝবয়সী ওই পুলিশ কনস্টেবলের। এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের কোনও কর্মীর মৃত্যু হল।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

লালবাজার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার পর্যন্ত কলকাতা পুলিশের মোট ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯০ জন। লালবাজার সূত্রের খবর, ওই পুলিশ কনস্টেবল সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে পোস্টিং ছিলেন।

সেখান থেকে তাকে ডেপুটেশনে শেক্সপিয়ার সরণি থানায় ডিউটি দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার ওই কনস্টেবলের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা স্বীকার করেছেন।

যদিও শেক্সপিয়ার সরণি থানার ওসি অমিতের সরকারের দাবি, ওই কনস্টেবল তার থানায় ডিউটি করতেন না। শিলিগুড়ির ফাসিঁদেওয়া থানা এলাকায় বাড়ি ওই পুলিশ কনস্টেবলের। স্ত্রী অসুস্থ থাকার জন্য গত ২৮ মে কলকাতা থেকে বাসে করে বাড়ি যান।

১লা জুন শিলিগুড়ি থেকে ফিরে ডিউটিতে যোগ দেন। সেদিন তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকলেও থানার অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গেই তার কোভিড-১৯ টেস্ট হয়। পরদিনই কিছু উপসর্গ দেখা দেয় তার। টেস্টের পর দিনই জ্বর আসায় তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ৩রা জুন টেস্ট রিপোর্ট এলে জানা যায় ওই পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শুরু হয় তার। কিন্তু শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

কনস্টেবলের মৃত্যুতে নতুন করে লালবাজার কিছুটা চাপে পড়ল বলেই মনে করছে পুলিশকর্মীদের একাংশ। কারণ, সম্প্রতি পুলিশ ট্রেনিং স্কুল, গড়ফা থানা ও চতুর্থ ব্যাটেলিয়ানে যে নজিরবিহীন কর্মী বিক্ষোভ দেখা গিয়েছিল তার কারণও ছিল করোনা সংক্রান্ত বিষয়।

পুলিশকর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন খোদ পুলিশ কমিশনার। তিনি প্রত্যেক পুলিশকর্মীকে কোভিড প্রটোকল মেনে ডিউটি করার পরামর্শ দিয়েছেন।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: