২৪ ঘণ্টায় রেকর্ড ৬৯,৬৬৯ জন করোনা আক্রান্ত, সংক্রামিত ছাড়াল ২৮ লক্ষ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

২৪ ঘণ্টায় রেকর্ড ৬৯,৬৬৯ জন করোনা আক্রান্ত, সংক্রামিত ছাড়াল ২৮ লক্ষ

নয়াদিল্লি: ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তে বুধবার ভারত ফের নজির গড়েছে। একদিনে আক্রান্ত ৬৯ হাজারের উপর। ফাইনাল রিপোর্ট অনুযায়ী, বুধবার গোটা দেশে ৬৯ হাজার ৬৬৯টি করোনা আক্রান্তের কেস ধরা পড়েছে। দৈনিক আক্রান্তের নিরিখে ভারতে এটা রেকর্ড।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সেইসঙ্গেই দেশে করোনা সংক্রামিতের সংখ্যা বুধবার বেড়ে হয়েছে ২৮ লক্ষ ৩৩ হাজার ৩৮১। বুধবার ভারত করোনা থেকে সুস্থতার ক্ষেত্রেও নজির গড়েছে। গোটা দেশে একদিনে ৬০ হাজার ৪৩৩ জন করোনা সংক্রমণ থেকে এদিন সুস্থ হয়ে ওঠেন। যা আগে কখনও হয়নি।

এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৯৩ হাজার ৬৫৮ জন। করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৮০ জন।

বুধবার পর্যন্ত ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৭৪০ জন। কেবল মাত্র দু’টি দেশ অ্যাক্টিভ আক্রান্তে ভারতের থেকে এগিয়ে রয়েছে। আমেরিকা ও ব্রাজিল। বিগত আট দিন ধরে ভারতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। গড়ে প্রায় রোজ ৬০ হাজারের আশপাশে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment