বিশ্বে করোনা সংক্রমণের রেকর্ড ভাঙলো ভারত, ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৯,০০০
নয়াদিল্লি: করোনা সংক্রমণে বিশ্বের রেকর্ড ভাঙল ভারত। একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭৯,০০০। এর আগে কোনও দেশে দৈনিক সংক্রমণ এই পর্যায়ে পৌঁছয়নি।
গত ২৪ ঘণ্টায় ভারতের করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮,৭৬১ জন। পাশাপাশি করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪,৯৩৫ জন।
এছাড়া, ভারতে এখন সুস্থতার হার ৭৬.৬১ শতাংশ এবং মৃত্যুহার ১.৭৯ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ৩০ অগস্ট রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫,৪২,৭৩৩। মৃত্যু হয়েছে ৬৩,৪৯৮ জনের।
করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ২৭,১৩,৯৩৩ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৭,৬৫,৩০২।