BREAKING: দেশজুড়ে করোনা সংক্রমণ ছাড়াল ৩৬ লক্ষ, মৃত্যু ৬৪ হাজারেরও বেশি মানুষ
নয়াদিল্লি: দেশে ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আবার করোনা আক্রান্ত হলেন ৭৮ হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭১ জনের।
নতুন করে ৭৮ হাজার ৫১২ জনের আক্রান্ত হওয়াতে দেশজুড়ে মোট করোনা আক্রান্তর সংখ্যা পৌঁছল ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ এ।
এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৭ লক্ষ ৮১ হাজার ৭৯৫টি, সুস্থ হয়ে উঠেছেন ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২ জন। দেশজুড়ে মৃত্যু হয়েছে মোট ৬৪ হাজার ৪৬৯ জনের।
বিশ্ব জুড়ে মহিলা পুরুষ নির্বিশেষে করোনা ভাইরাসের শিকার হয়েছেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী পুরুষের শরীরে বেশি ছাপ বা প্রভাব ফেলছে এই ভাইরাস।
পর্যবেক্ষণ জানাচ্ছে মহিলাদের থেকে পুরুষের ধূমপান করার বা মদ খাওয়ার নেশা বেশি হয়। সেই নেশা শরীরকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও গবেষকরা জানাচ্ছেন মূল কারণ হল রোগ প্রতিরোধ ক্ষমতা।