BREAKING: ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৮৬,৯৬১, ২৪ ঘণ্টায় মৃত ১১৩০
নয়াদিল্লি: ভারতে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে পরিসংখান অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪ লক্ষ ৮৭ হাজার। যারমধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬,৯৬১ জন মানুষ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১,১৩০ জনের। মোট মৃতের সংখ্যা ৮৭,৮৮২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন রবিবার লোকসভায় জানিয়েছেন যে, ভারতে প্রাক-ক্লিনিকাল ট্রায়ালের উন্নত পর্যায়ে প্রায় চারটিরও বেশি করোনভাইরাস ভ্যাকসিন রয়েছে।
রাজস্থান আজ থেকে রাজ্যের রাজধানী জয়পুর সহ ১১ টি জেলায় নিষিদ্ধ আদেশ জারি করেছে। রাজ্যের রাজধানী রায়পুর সহ ছত্তিশগড়ের দশটি জেলা আজ থেকে লকডাউনের আওতায় পড়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করোনভাইরাস কেসলোড ভারত।