২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৯ হাজার
নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ লক্ষ পেরিয়েছে ইতিমধ্যেই। মৃতের সংখ্যাও এক লাখের বেশি। দৈনিক আক্রান্তের তুলনায় ফের কমেছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ১১,৩২,৬৭৫ জনের কোভিড টেস্ট করানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে আজ শনিবার ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪,৭৩,৫৪৪। কোভিড সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ১,০০,৮৪২ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪,২৭,৭০৬ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৪৪,৯৯৬।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯,৪৭৬ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৯ জনের। সুস্থ হয়েছেন ৭৫,৬২৮ জন। ভারতে এখন সুস্থতার হার ৮৩.৮৪ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৬ শতাংশ।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর কোভিড সংক্রমণে মৃতের সংখ্যার নিরিখে আমেরিকা এবং ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।