দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সোমবার সকালের রিপোর্টে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫,৭২২টি পজিটিভ কেস ধরা পড়েছে। করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৫৭৯ জনের।
সোমবার নয়া সংক্রমণের সঙ্গেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। করোনায় মৃত্যু অনেক আগেই ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। সেইসঙ্গে সোমবার পর্যন্ত ৬৬ লক্ষের উপর সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে পরপর তিন দিন ভারতে অ্যাক্টিভ কোভিড-১৯ আক্রান্ত ৮ লক্ষের নীচে রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, এদিন সকাল পর্যন্ত ভারতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জন। করোনায় মৃত ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জন। গোটা দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্ত ৭ লক্ষ ৭২ হাজার ৫৫ জন।