২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৬৮ জন, মৃত ১০
স্বাস্থ্যভবন: গত একসপ্তাহে রাজ্য জুড়ে কোভিডের আক্রমন যেন জাকিয়ে বসছে। করোনা নিয়ে রাজ্যের আকাশে উদ্বেগের মেঘ দিনে দিনে তীব্র হচ্ছে। একের পর এক রেকর্ড ভেঙে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনার শিকার হলেন ৩৬৮ জন। ফলে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৮৭৬। সাথে থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ১০ বেড়ে দাঁড়াল ২৮৩।
তবে স্বস্তির বার্তা গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮৮ জন। অর্থ্যাৎ এযাবৎ রাজ্যে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৭৬৮ জন।
ফলস্বরূপ রাজ্যে এখনপর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৭৫৩ জন।
উল্লেখ্য, রাজ্যের করোনা আক্রান্তের নিরিখে সবচেয়ে বেহাল দশা মহানগরী কলকাতার। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের মধ্যে ৯৪ জনই কলকাতার। এছাড়াও আজকের স্বাস্থ্যভবনের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে যে, এদিন ৯,৬০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।গত এক সপ্তাহ ধরেই টানা ৯ হাজারেরও বেশি টেস্ট হচ্ছে রোজ গড়ে। ফলে স্বাভাবিক ভাবেই আরও বেশি কোভিড পজিটিভ রোগীর সন্ধান মিলেছে।