গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮১, ৪৮৪, মৃতের সংখ্যা প্রায় এক লক্ষ
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে আজ শুক্রবার ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩,৯৪,০৬৮। কোভিড সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৯৯,৭৭৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩,৫২,০৭৮ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৪২,২১৭।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১,৪৮৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৯৫ জনের। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮,৮৭৭ জন। ভারতে এখন সুস্থতার হার ৮৩.৭০ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৬ শতাংশ। গত ২৪ ঘনাতয় দেশে ১০,৯৭,৯৪৭ জনের কোভিড টেস্ট করা হয়েছে।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লক্ষ। সংক্রমণে মৃতের সংখ্যা এক লক্ষ ছুঁইছুঁই। তবে সুস্থও হয়েছেন সাড়ে ৫৩ লক্ষের বেশি মানুষ।
ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে থাকা মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,৮৪,৪৪৬। সংক্রমণে মৃত্যু হয়েছ ৩৬,৬৬২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১০,৮৮,৩২২ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ২,৫৯,৪৬২।