২৪ ঘণ্টায় ভারতে করোনা পজিটিভ ৭৮,৫১২, আক্রান্ত বেড়ে ৩৬,২১,২৪৬
নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় ভারতে সাড়ে ৭৮ হাজারের উপর করোনা পজিটিভ কেস ধরা পড়েছে। যার জেরে রাতারাতি করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ পেরিয়েছে। দীর্ঘ লকডাউন কাটিয়ে ধাপে ধাপে আনলক শুরুর পর থেকেই করোনা ভাইরাস সংক্রমণের রেখাচিত্র ঊর্ধ্বমুখী। দৈনিক পজিটিভ কেসের নিরিখে বিশ্বের সবক’টি দেশকে পিছনে ফেলে, ভারত শীর্ষ জায়গাটি কিছুদিন হল ধরে রেখেছে।
রোজ যে গতিতে ভারতে পজিটিভ কেস বাড়ছে, তা আমেরিকা ও ব্রাজিলেও হয়নি। করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এখনও এই দু’টি দেশ শীর্ষে রয়েছে।
তবে, ব্রাজিলকে পিছনে ফেলে ভারতের দু-নম্বর উঠে আসা এখন শুধু সময়ের অপেক্ষামাত্র। মোট করোনা সংক্রমণে দু’টি দেশের মধ্যে ফারাক এখন ২ লক্ষেরও কম।
এদিকে ভারতে রোজ যখন ৮০ হাজারের কাছকাছি নতুন করোনা কেস হচ্ছে, ব্রাজিলে তখন দৈনিক আক্রান্ত ৫ হাজারের মধ্যে। কোভিড সংক্রমণের চলতি ধারা অব্যাহত থাকলে, আগামী তিন দিনের মধ্যে ভারত কোভিড আক্রান্ত দ্বিতীয় শীর্ষ দেশ হিসেবে উঠে আসবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সোমবারের রিপোর্ট অনুযায়ী, ভারতে কোভিড আক্রান্ত বেড়ে হয়েছে ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬। গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
এছাড়া শেষ ২৪ ঘণ্টায় ৯৭১ জনের মৃত্যু-সহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ হাজার ৪৬৯। এর মধ্যে অ্যাক্টিভ আক্রান্ত ৭ লক্ষ ৮১ হাজার ৯৭৫। করোনা-মুক্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২।