ফের করোনায় মৃত্যু চিকিৎসকের, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ফের করোনায় মৃত্যু চিকিৎসকের, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা

কাঁথি: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। আর সেই তালিকায় চিকিৎসকদের মৃত্যু যেন থামছেই না। এবার করোনায় ভুগে বাংলায় মৃত চিকিৎসকের সংখ্যা ছুঁল ৫০।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মৃত্যু হল এক অর্থোপেডিক সার্জনের। মৃতের নাম দেবাশিস সামন্ত। একাধিক চিকিৎসক সংগঠনের দাবি, এনিয়ে ৫০ জন ডাক্তারের মৃত্যু হল এ রাজ্যে।

পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা দেবাশিস সামন্ত। অর্থোপেডিক সার্জন হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর নামডাক রয়েছে। চিকিৎসক সংগঠন সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সরকারি চাকরি ছাড়েন দেবাশিসবাবু।

এরপর আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন। করোনার বিভিন্ন উপসর্গও দেখা দেয়। শরীর ভাঙলে তাঁকে নিয়ে আসা হয়ে কলকাতায়। এরপর তাঁকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় গত ৩০ আগস্ট।

অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ২৫ দিন রাখা হয়েছিল জীবনদায়ী ব্যবস্থায়। এর মধ্যে প্রায় অকেজো হয়ে পড়েছিল ফুসফুস। চিকিৎসক রাজীব পান্ডে জানান, কৃত্রিম ফুসফুস অর্থাৎ একমো সাপোর্টে রাখা হয়েছিল ১১ দিন।

এরপর ভেন্টিলেশন থেকে ধাপে ধাপে বের করে আনার চেষ্টা চলছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment