দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬২ হাজার, মোট আক্রান্ত প্রায় ৭৫ লক্ষ
নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ লক্ষ। তবে এ যাবৎ কালে সুস্থও হয়েছেন প্রায় ৬৬ লাখ। অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে ৮ লক্ষের নীচে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে আজ ১৮ অক্টোবর রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৪,৯৪,৫৫১। সংক্রমণে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে মোট ১,১৪,০৩১ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৫,৯৭,২০৯ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭,৮৩,৩১১।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১,৮৭১ জন। এছাড়া করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৩৩ জনের। অনেক দিন পর বৃদ্ধি পেয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
গত বেশ কয়েক দিন ধরে দৈনিক মৃতের সংখ্যা হাজারের নীচেই ছিল দেশে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭২,৬১৪ জন।
ভারতে দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা এখন প্রায় ১১ হাজার বেশি। দেশে এখন সুস্থতার হার ৮৮.০৩ শতাংশ। আর মৃত্যুহার ১.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড টেস্ট করা হয়েছে ৯,৭০,১৭৩ জনের।
বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।