BREAKING: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১০ হাজার, মৃত বেড়ে ৭৭৪৫
নয়াদিল্লি: লকডাউন এর চতুর্থ পর্বে এসেও দেশে করোনা প্রকোপের বিরাম নেই। লাফিয়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবারেও ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯৯৮৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৭৯ জনের।
নতুন করে আক্রান্ত ও মৃতের সংখার জেরে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা এসে পৌঁছেছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ তে। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ টি। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। বর্তমানে দেশজুড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৪৫ জন।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে তেমনটাই খবর সামনে এসেছে। দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। হিসেব বলছে মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন আক্রান্তের মধ্যে ৪২ হাজার ৬৩৮ জন সুস্থ হয়ে উঠেছে। মঙ্গলবারে মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২৫৯ জন।