২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৪,০০০, মৃতের সংখ্যা ১০০০ বেশি
নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪,৫৩১ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৯২ জনের।
এছাড়া সুস্থ হয়েছেন ৬০,০৯১ জন। ভারতে এখন সুস্থতার হার ৭৩.৬৪ শতাংশ। আর মৃত্যুহার ১.৯১ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ১৯ অগস্ট বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭,৬৭,২৭৩।
এ যাবৎ দেশে করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৫২,৮৮৯ জনের। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,৩৭,৮৭০ জন। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৮৬,৫১৪।