২৪ ঘন্টায় দেশে করোনা জয় করলেন ১৩,৯২৫ জন, আক্রান্ত ১৫,৪১৩
স্বাস্থ্যমন্ত্রক: আনলক ফেজ ওয়ানেও ভারতে করোনার সম্প্রসারণ হচ্ছে ব্যাপক গতিতে। একের পর এক রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৫,৪১৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,১০,৪৬১।
অন্যদিকে থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৩০৬ বেড়ে দাঁড়াল ১৩,২৫৪। তবে, স্বস্তির বার্তা দেশে মৃতের নিরিখে করোনার কবল থেকে সুস্থ হওয়ার সংখ্যা বহুয়াংশে বেশী।
শেষ ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৯২৫ জন। ফলে এযাবৎ দেশে করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ২,২৭,৭৫৬ জন।
উল্লেখ্য, ভারতে করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকে একেবারে শীর্ষে অবস্থান করছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৮,২০৫ জন।