করোনায় মৃতা মায়ের দুই সন্তানের শরীরে এবার করোনা পজেটিভ
নদিয়া: রানাঘাটে করোনা আক্রান্তের সংখ্যা হল ৪। শুক্রবার ৫ জুন বিকেল ৩.৩০ নাগাদ কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান রানাঘাট সিদ্ধান্তপাড়ার বাসিন্দা ৬৫ বছরের নির্মলা গোন্ড।
সেদিনই মৃতা মহিলার পরিবারের ৯ জনকে কোয়ারেন্টাইনে নিয়ে যায় স্বাস্থ্য দপ্তর। তাঁদের মধ্যে মৃতার ছেলে মেয়েও ছিল। ৬ জুন তাঁরা লালা রস পরীক্ষা করেই বাড়ি চলে আসে মা’র পারলৌকিক ক্রিয়া কাজ করার জন্য।
বুধবার তাঁদের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। রানাঘাট পৌরএলাকার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা আক্রান্ত ২ জনকেই কল্যানী কোভিড হাসপাতালে নিয়ে গেছেন।