করোনা আক্রান্ত কোয়েল মল্লিক, সংক্রামিত বাড়ির অন্য সদস্যরাও
কলকাতা : এই প্রথম করােনার থাবা টলি পাড়ায় । সংক্রমিত মল্লিক পরিবার । অভিনেত্রী কোয়েল মল্লিক টুইট করে একথা জানান ।
তিনি লেখেন , ” মা , বাবা , রানে এবং আমি করােনা সংক্রমিত । আমরা স্বেচ্ছায় আইসোলেশনে আছি । “
উল্লেখ্য, মাস খানেক আগেই সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল । তারপরে অভিনেত্রীর এই টুইট ঘিরে উদ্বেগ টলিপাড়ায় ।