পান মশলা খাওয়ার নেশা, হাসপাতাল থেকে পালাল করোনা রোগী

Loading

আগ্রা: বর্তমান পরিস্থিতিতে আগ্রাতে এক করোনার রুগি পান মশলা খাওয়ার প্রবল ইচ্ছার জন্য পালালো আইসোলেশন ওয়ার্ড থেকে।হাসপাতালের কর্মীদেরকে ধাক্কা মেরে তিনি পালিয়ে যান এক পানের দোকানে, সেখান থেকে তিনি পালান বন্ধুর বাড়িতেও।

আগ্রার এস এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ওই করোনা আক্রান্ত ব্যক্তি। প্রায় এক ঘন্টা ধরে রোগীর কোনো খোঁজ পাওয়া না গেলে হাসপাতাল কতৃপক্ষ থেকে শুরু খোঁজ শুরু করা হয় এবং অবশেষে তাকে পাওয়া যায় এক বন্ধুর বাড়িতে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে তার বন্ধু এবং গোটা পরিবার।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জানা গিয়েছে তিনি পান মশলা কেনার পর বন্ধুর বাড়ি যাওয়ার কথা ভাবেন। তার বন্ধু জানতেন না যে তিনি করোনা পজেটিভ।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রশ্নের উত্তরে তিনি জানান কাছাকাছি কোন পান মসলার দোকান না পাওয়ায় তিনি একটু দূরে খুঁজতে গেছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ওই ব্যক্তি মানসিকভাবেও অসুস্থ এবং কড়া নিরাপত্তার মধ্যে তার চিকিৎসা চলছে।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: