Corona protection on sonagachi
কলকাতাঃ করোনা ভাইরাস শিখিয়েছে সচেতন হতে। কিন্তু অনেক জায়গায় অসচেতনতা দেখা গেলেও সোনাগাছির চিত্রটা পুরো আলাদা।
সোনাগাছির প্রবেশ পথের শুরুতে থাকছে ‘কাস্টমার কেয়ার ডেস্ক’। এখান থেকেই লাগছে ভিতরে যাওয়ার ছাড়পত্র। এখানে প্রথমে পরীক্ষা হচ্ছে দেহের তাপমাত্রা। স্যানিটাইজ করা হচ্ছে গ্রাহকদের।
করোনার থেকে রক্ষা পেতে এমন সচেতনতায় খুশি বাসিন্দারা । এছাড়া সঙ্গমের সময়েও গ্রাহকদের মাক্স পরা বাধ্যতামূলক করেছে যৌনকর্মীরা।রাজ্য জুড়ে করোনার বাড়বাড়ন্ত হলেও সচেতনতার ঘেরাটোপে মুড়ে থাকা সোনাগাছির বাসিন্দাদের ছুঁতে পারেনি করোনা।
লকডাউনে খুব কষ্টে মধ্যে দিন কেটেছে তাদের।
এখনও পর্যন্ত শহরে ২ জন যৌনকর্মীর মৃত্যু হয়েছে।এখন সচেতনতার ঘেরাটোপে মুড়ে থাকা সোনাগাছি সহ ওখানকার বাসিন্দারা এখন সুরক্ষিত।
Corona protection on sonagachi