BREAKING: রেকর্ড ব্রেক করোনার, একদিনে আক্রান্ত ৫২ হাজারের বেশি
নয়াদিল্লি: দেশে ফের রেকর্ড ব্রেক করোনার। একদিনে আক্রান্ত হলেন ৫০ হাজারেরও বেশি মানুষ। যা এখন পর্যন্ত সর্বাধিক।
শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১২৩ জনের বেশি মানুষ। নতুন করে মৃত্যু হয়েছে ৭৭৫ জনের।
নতুন সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। এর মধ্যে এক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ২৮ হাজার। মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৯৬৮ জনের। দেশজুড়ে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১০ লক্ষ ২০ হাজারের বেশি।