Corona Case Updates
দিল্লি: প্রায় ৪০ দিন পর দেশে সংক্রমণ নাম্ল ২ লাখের নীচে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৯৬,৪২৭ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষেরও বেশি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৩,৫৫১ জন। গত সপ্তাহে বুধবার ৪ হাজারের নীচে ছিল মৃত্যু সংখ্যা কিন্তু কয়েকদিনবাদই তা আবার বেড়ে যায়। ফের সোমবার আবার খানিকটা কমে যায় মৃত্যুর সংখ্যা। বর্তমানে দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা ৩,০৭,২৩১ জন।
নিখোঁজ, পিএনবি জালিয়াতির মূল অভিযুক্ত মেহুল চোকসি
অপরদিকে সুস্থতার গ্রাফ চলছে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেছে দৈনিক সংক্রমণের সংখ্যাকে। সুস্থ হয়েছেন ৩,২৬,৮৫০ জন। বর্তমানে দেশে মোট করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৫,৮৬,৭৮২ জন। বর্তমানে করোনাকে হারিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লক্ষ।
বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো বিপুল সংখ্যক জনগণ সম্পন্ন দেশ থেকে করোনাকে একেবারে নির্মূল করতে প্রয়োজন দ্রুত টিকাকরণ। দেশে এখনো পর্যন্ত ১৯ কোটি ৪৫ লক্ষেরও বেশি মানুষ টিকা গ্রহণ করেছে।
অপরদিকে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, সোমবার থেকে চালু করা হচ্ছে রাশিয়া উৎপাদিত স্পুটনিক ভি ভ্যাকসিন।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৮৮৩ জন। অন্যদিকে সুস্থতার সংখ্যা ১৯,৬৭০ জন। এদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৩ জন মানুষ।
Corona Case Updates