কলকাতাঃ মারণ ভাইরাস করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে,আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মুখ্য নির্বাচন কমিশন। যাতে নির্বাচনী প্রচারে বেড়িয়ে, জনগণের সাথে প্রার্থীর শারীরিক সংস্পর্শে অনুমোদন নেই। তা সত্ত্বেও রাজ্যের একাধিক জায়গায় প্রার্থীদের গাছাড়া মনোভাব দেখা যাচ্ছে। যার জেরে মনোনীত প্রার্থীর প্রার্থীপদ তো দূরে থাক শেষপর্যন্ত তার ঠাঁই হতে পারে শ্রীঘরে,এমটাই নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
নির্বাচনী প্রচারে গিয়ে অবাধ জনসংযোগ। শিশুদেরকে কোলে তুলে নিয়ে গালে আদরের চুম্বন। এছাড়াও সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে সেলফি। রোড-শোয়ে গাড়ি থেকে জনগণের সঙ্গে হাত মেলানো। কিন্তু করোনা আবহে এই সব কর্মকান্ড রাজনৈতিক কেরিয়ারের ইতি ডেকে আনতে পারে,নির্বাচন কমিশনের বার্তা অনুযায়ী।
প্রার্থীদের ক্ষেত্রে ঠিক কী কী বিধিনিষেধ রয়েছে তা নির্দেশনামায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, অতিমারী সংক্রান্ত বিধি মানতে হবে। রোড শোয়ের ক্ষেত্রেও নানা বিধি নিষেধ রয়েছে। নিরাপত্তারক্ষীর গাড়ি বাদে রোড-শোয় পাঁচের বেশি গাড়ি একসঙ্গে ব্যবহার করা যাবে না। এবং এই পাঁচ গাড়ির একটি কনভয়ের সঙ্গে পরেরটির দূরত্ব থাকতে হবে কমপক্ষে আধ ঘন্টার।কিন্তু কোথায় এই ব্যবস্থা। নির্বাচন কমিশন নির্দেশকে তোয়াক্কা না করেই চলছে দেদার নির্বাচনী প্রচার।
ইতিমধ্যেই এই নিয়ে জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকদের কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে,মুখ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের কোভিড বিধি পালনের সমস্ত নির্দেশিকা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিতে বলা হয়েছে। বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা পাঁচ জনের বেশি সদস্য সঙ্গে রাখতে পারবেন না। প্রচারে বাধ্যতামূলকভাবে মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখতেই হবে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন