corona spread in a new way
নয়াদিল্লিঃ ‘‘প্রথমে ভাবা হয়েছিল ভাইরাসের নতুন স্ট্রেন দায়ী। কিন্তু বেশ কিছু রাজ্য সম্প্রতি জানিয়েছে বিয়ের মরসুম ও ভোটমুখী রাজ্যগুলিতে ভোটের প্রস্তুতি, সমাবেশ করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।’’ আজ সাংবাদিক বৈঠকে নীতি আয়োগ এর সদস্য ডি কে পল বলেন।
গত ফেব্রুয়ারি থেকে দেশের আটটি থেকে নয়টি রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। আটটি রাজ্যের মধ্যে কেরল ও তামিলনাড়ু হলো ভোটমুখী রাজ্য। রাজ্যগুলিতে সংক্রমণ কমাতে একজন সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকা অন্তত ১৫-২০ জনের পরীক্ষা করার পরামর্শ দিয়েছে মন্ত্রক।
ডি কে পলের দাবি, ‘‘ইতিমধ্যেই ভোটমুখী দুটি রাজ্য জানিয়েছে তাদের রাজ্যে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণই হল নির্বাচন। এ ছাড়া বিয়ের মরসুমে হওয়া জমায়েত থেকে সংক্রমণ বাড়ছে বলেই জানতে পারা গিয়েছে।’’
স্বাস্থ্যকর্তাদের মতে অনেকেই মনে করছেন প্রতিষেধকের একটি ডোজই যথেষ্ট। এই ভুল ধারণা বিপদ আরো বাড়াতে পারে। আসলে দুটি রোজ নিলে তবেই শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার মত অ্যান্টিবডি তৈরি হবে। এই প্রসঙ্গে রাজেশ ভূষণ বলেন , ‘‘প্রতিষেধক নেওয়াটা কোনও ব্যক্তির ইচ্ছের উপরে নির্ভর করে। এর জন্য কাউকে জোর দেওয়া যায় না।’’ এবং ভি কে পল দেশবাসীকে অনুরোধ করে বলেন, ‘‘যতটা সম্ভব বিয়েবাড়ি, পার্টি থেকে দূরে থাকুন। যাঁরা এখনও সংক্রমিত হননি, তাদের প্রত্যেকের সংক্রমণের সম্ভাবনা রয়েছে।’’
corona spread in a new way